হাজীগঞ্জ ( চাঁদপুর): করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ (র.) মসজিদের সহকারী ইমাম হাফেজ শামসুল হুদা ইন্তেকাল করেছেন। তিনি বৃহস্পতিবার আসর নামাজের পর তার নিজ বাড়ি হাটিলা মুন্সীবাড়িতে মা'রা যান।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন হাফেজ শামসুল হুদা। মৃত্যুর পর হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করেছে। রাতেই করোনায় মৃ'ত ব্যক্তিদের দা'ফন টিম তার দা'ফনকাজ সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার মসজিদের মোতোয়াল্লি কাজী খায়রুল আলম পারভেজ জানান, হাফেজ শামসুল হুদা গত এক সপ্তাহ ধ'রে অসুস্থ ছিলেন। গত শুক্রবার জ্বর থাকায় উনাকে ছুটি দেয়া হয়। চিকিৎসা বাবদ ১০ হাজার টাকাও দেয়া হয়। পরে আজ আসরের পর খবর পাই তিনি মা'রা গেছেন।
হযরত মাদ্দাখাঁ (র.) মসজিদের ইমাম মুফতি মাওলানা ফজলুল কাদের বাগদাদী বলেন, হাফেজ শামসুল হুদা গত শুক্রবার শেষ জুমা আদায় করেন। তার পর আর মসজিদে আসতে পারেননি। তিনি একজন ভালো মানের হাফেজ ছিলেন। তিনি দীর্ঘ ৩৫ বছর ধ'রে এখানে সহকারী ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। এ ছাড়া তিনি হাটিলা টঙ্গীরপাড় ঈদগাহের ইমাম ও হাটিলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।