চাঁদপুর থেকে : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজের মেয়েকে ধ'র্ষণের অ'ভিযো'গে মনির হোসেন নামে একজনকে গ্রে'ফতার করা হয়েছে। একা'ধিকবার শ্লী'লতাহা'নি এবং ধ'র্ষণের অ'ভিযো'গ এনে ভিকটিমের মা বা'দী হয়ে থানায় মামলা করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) মনিরকে গ্রে'ফতার করা হয়।
অ'ভিযো'গ সূ'ত্রে জানা গেছে, মনির স্ত্রী, দুই ছেলে ও ১৪ বছরের এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকতো। লকডাউনের কারণে তারা গ্রামের বাড়িতে চলে আসে। ২২ সেপ্টেম্বর মনির গ'ভী'র রাতে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধ'র্ষ'ণ করে। এ সময় মেয়েকে ভ'য় দেখিয়ে ঘ'টনা কাউকে বললে খু'ন করার হু'মকি দেয়। ২৫ সেপ্টেম্বর মেয়েকে নিয়ে মা ঢাকায় যায়। এরপর মেয়ে তার মাকে ধ'র্ষণের ঘ'টনা খুলে বলে। পরে মেয়েকে নিয়ে মা দ্রুত ঢাকা থেকে এলাকায় আসে এবং শাশুড়ির মুখের বর্ণনা শুনে থানায় ধ'র্ষ'ণ মামলা করেন।
ভি'কটিমের মা বলেন, ''মনির মেয়েকে বিয়ে দেবে না বলেও হু'মকি দেয়। মেয়ে বাবার ভ'য়ে চুপ ছিল। আমি বাড়িতে না থাকায় বিষয়টি খুলে বলার সা'হস পায়নি।'' এ ব্যা'পারে এলাকাবাসী জানান, মনির এলাকায় মা'দক ও ই'ভটি'জিংয়ের সঙ্গে জড়িত। তারা মনিরের ফাঁ'সি চায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইন'চার্জ আব্দুর রকিব বলেন, ''আমরা ভি'কটিমের মায়ের অ'ভিযো'গ এবং সার্বিক বিষয় যাচাই-বাছাই করে তার বি'রু'দ্ধে মামলা নিয়েছি। সোমবার ভোরে তাকে গ্রে'ফতার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর ভি'কটি'মকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দী'র্ঘদিন মনির তার মেয়েকে মোলে'স্ট করতো। পরে তাকে ধ'র্ষণ করা হয়। ভি'কটি'ম তার বাবার সামনেও ধ'র্ষ'ণের কথা বলেছে।''