শনিবার, ০৬ মার্চ, ২০২১, ০৯:৪৫:৩৮

মুরগি শাহরিয়ার কবিরসহ নাস্তিক্যবাদে বিশ্বাসীরা সমস্ত জাতির জন্য বিপজ্জনক : বাবুনগরী

মুরগি শাহরিয়ার কবিরসহ নাস্তিক্যবাদে বিশ্বাসীরা সমস্ত জাতির জন্য বিপজ্জনক : বাবুনগরী

চাঁদপুর: নাস্তিক্যবাদে বিশ্বাসীরা সমস্ত জাতির জন্য বিপজ্জনক। তারাই হচ্ছে নাস্তিকের দল যাদের কোনো ধর্ম নেই, তাদের একমাত্র শত্রু হচ্ছে আল্লাহ ও রাসুলের উম্মতি মোহাম্মদীরা। এই নাস্তিক্যবাদীরা আমাদের দেশসহ সারা বিশ্বের নানা ধর্মের বিশ্বাসীদের মধ্যে নানাভাবে বিরোধ সৃষ্টি করে আসছে। আজ ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে তারা খেলা করছে। তারা বুঝে না নমরুদ ফেরাউনরাও অনেক শক্তিশালী ছিল কিন্তু আল্লাহপাকের ইশারায় সামান্য মশার কাছে তারা পরাস্ত হয়েছিল।

শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ দারুল কোরআন ইসলামীয়া মাদরাসার উদ্যোগে ৩য় বার্ষিকী, পাগড়ী প্রদান ও ওয়াজ মাহফিলে হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী এসব কথা বলেন।

প্রথমবারের মতো তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বয়ান করতে আসেন। তাই হাজার হাজার মানুষের ঢল নামে মাহফিলস্থলে। এ সময় আল্লামা বাবুনগরীকে দেখতে এবং সরাসরি তার বয়ান শুনতে ধর্মপ্রাণ মুসল্লিদের ভীড় লক্ষ্য করা গেছে।

তিনি তার বক্তব্যে আরো বলেন, আজ বাংলাদেশসহ সারা দুনিয়াতে যে অশান্তি বিরাজ করছে, তার পেছনে কারা কাজ করছে, কারা নানাভাবে মুসলিম জাতিকে বিশ্বব্যাপী উগ্র হিসেবে আখ্যা দিচ্ছে তাদের চিহ্নিত করতে হবে। নবী রাসুলের কথা শুনলে তাদের গা জ্বালা দিয়ে ওঠে। তাই এদেশের শান্তিপ্রিয় মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান এবং এর খেদতমকারী ও আল্লাহওয়ালাদের বিরুদ্ধে এরা ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে। তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন।

বাংলার মাটিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধসহ সমগ্র জাতি স্ব-স্ব অবস্থানে বাস করছে। আওয়ামী লীগ-বিএনপিও কোনো না কোনোভাবে এক ও অভিন্ন। কিন্তু মুরগি শাহরিয়ার কবিরসহ নাস্তিক্যবাদে বিশ্বাসীরা সমস্ত জাতির জন্য বিপজ্জনক। তাই মুসলমান তথা আমাদের যুদ্ধ হচ্ছে নাস্তিক্যবাদের বিরুদ্ধে।

ঢাকা জামিয়াতুল ইব্রাহীম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মামুনুর রশীদের সভাপতিত্বে ফরিদগঞ্জ দারুল কোরআন ইসলামীয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় মাহফিলে আরও ওয়াজ করেন মাওলানা কারী আশরাফ আলী, মাওলানা অলি উল্যা, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুফতি আনোয়ার মোল্লা, মুফতি মাওলানা আনোয়ার হোসাইন আমিনী প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে