চলমান কঠোর বিধি-নিষেধ উপেক্ষা করে আজ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট চলছিল। এসময় সেখানে একদল পুলিশ নিয়ে হানা দেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ। হাতেনাতে আটক করেন খেলোয়ারসহ অর্ধশত দর্শককে। সন্ধ্যায় পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তিদের সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, চলমান কঠোর বিধি-নিষেধে সবধরণের জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লার নেতৃত্বে দর্শকদের উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এমন পরিস্থিতিতে জনস্বার্থে আয়োজক, দুপক্ষের খেলোয়ার এবং দর্শকসহ যাদেরকে হাতের কাছে পাওয়া গেছে তাদের আটক করা হয়েছে।
এদিকে, এই ঘটনায় আইনগত ব্যবস্থাসহ আয়োজকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে পুলিশ। অভিযানে জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহীউদ্দিন, সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন বড়ুয়া।
জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, শুধু আক্কাস আলী রেলওয়ে স্কুল মাঠ-ই নয়। শহরের বড়স্টেশন তিন নদীর মোহনা, প্রেসক্লাবের পাশে ডাকাতিয়া নদীর পাড় ও বাবুরহাট এলাকায়ও অভিযান চালানো হয়েছে। যেখানেই জনসমাগম দেখা যাবে, সেখানেই পুলিশ অভিযান চালাবে।
অন্যদিকে, চাঁদপুরে কঠোর বিধিনিষেধ অমান্য করায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২৮ জনের কাছ থেকে ৮৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।