মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০১:৪৫:৪৪

যাত্রীবাহী ট্রলার ডুবি, নারী-শিশুসহ ১৫ জন নিখোঁজ

যাত্রীবাহী ট্রলার ডুবি,  নারী-শিশুসহ ১৫ জন নিখোঁজ

চাঁদপুর : চাঁদপুরের মেঘনা নদীতে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ঘন কুয়াশার কারণে একটি জাহাজের সঙ্গে ধাক্বা লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে পাঁচটি শিশু এবং দুইজন নারী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুরের হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউল্লাহ অলি জানান, সকাল সোয়া ৯টার দিকে হাইমচরের কালিখোলা ঘাট থেকে ট্রলারটি ঈশাণখোলার দিকে রওনা হয়। এ সময় ট্রলারটিকে ৫৫জন যাত্রী ছিল।

যাত্রীদের বরাত দিয়ে তিনি জানান, কিছু পরেই নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। অনেকে সাতরে তীরে উঠতে পারলেও, এখনো অন্তত ১৫জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

ডুবে যাওয়া ট্রলার থেকে সাঁতরে তীরে আসা কয়েকজন যাত্রী বলেন, ৪০-৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হাইমচর থেকে ঈশান বালার চরের দিকে যাচ্ছিল। পথে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না। বেশ কয়েকজন সাঁতরে তীরে এলেও অন্তত ২০-২৫ জন নিখোঁজ রয়েছে বলে তাঁরা দাবি করেন।

স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেছেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে গেছে।
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে