শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১২:৩৫:৫৬

সৌদির সঙ্গে মিল রেখে শুক্রবার চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ

সৌদির সঙ্গে মিল রেখে শুক্রবার চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ

এমটিনিউজ২৪ ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। এজন্য সবধরনের প্রস্তুতি নিয়েছে এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা।

সকাল সাড়ে ৮টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এই মতের অনুসারী টোরা মুন্সিরহাট জামে মসজিদ কমিটির সভাপতি মো. শামসুল আমিন মুন্সি জানান, সকাল ঠিক সাড়ে ৮টায় তাদের মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মো. রহমতউল্লাহ।

এর আগে গত ২২ মার্চ থেকে প্রথম রোজা পালন শুরু করেন এই মতের অনুসারীরা। তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ২৯ রোজা হওয়ায় শুক্রবারই ঈদুল ফিতর উদযাপন করার প্রস্তুতি নিয়েছেন তারা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এমন রেওয়াজ চালু করেছেন জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)।

সেই ১৯৩২ সাল থেকে আজও চালু রয়েছে এমন রীতি। শুধু ঈদুল ফিতর নয়, ঈদুল আজহাও একই নিয়মে উদযাপন করছেন চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার এমন অর্ধশত গ্রামের ধর্মপ্রাণ মুসলমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে