শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৩১:৪৪

৪২ হাজার টাকায় বিক্রি হলো মাছ দুইটি!

৪২ হাজার টাকায় বিক্রি হলো মাছ দুইটি!

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে বড় আকারের দুটি আইড় মাছ ৪২ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে অনিক নামে একজন অনলাইনে মাছ দুটি ক্রয় করেন।

এর আগে আব্দুর রব চোকদার ও বিল্লাল কাজী নামে দুই জেলের মাছ দুটি পাইকারি বাজারে তোলেন।

মাছ ব্যবসায়ী আলম মোল্লা জানান, বুধবার ভোরে চাঁদপুরের মেঘনা নদীর হরিণা এলাকায় জেলেদের জালে ধরা পড়ে বেশকিছু আইড় মাছ। তার মধ্যে দুটি মাছের ওজন ছিল সাড়ে ১২ কেজি প্রায়। 

মাছগুলো বড় স্টেশনের আড়তে নিয়ে আসা হলে তার দাম উঠে সাড়ে এক হাজার ৬০০ টাকা প্রতি কেজি। এরমধ্যে অনিক নামে একজন অনলাইন মাছ ব্যবসায়ী আইড় মাছ দুটি ক্রয় করেন।

এদিকে আইড় মাছের ক্রেতা অনিক জানান, এই সময় বাজারে নদীর মাছের বেশ চাহিদা রয়েছে। তাই চড়া দাম হলেও বড় আকারের দুটি আইড় মাছ ক্রয় করেছি। এরইমধ্যে রাজধানী ঢাকার একজন ক্রেতা তার সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক জানান, শীত প্রায় দ্বারপ্রান্তে। এরইমধ্যে নদীর মাছের চাহিদা বাড়তে শুরু করেছে। জেলেরা ভালো দামের আশায় আইড় ও অন্যান্য প্রজাতির মাছ নিয়ে বড় স্টেশন পাইকারি বাজারে ছুটছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে