রবিবার, ১০ মার্চ, ২০২৪, ০১:০১:৪৯

ব্যাপক সাড়া এক টাকা লাভে পণ্য বিক্রিতে!

ব্যাপক সাড়া এক টাকা লাভে পণ্য বিক্রিতে!

এমটিনিউজ২৪ ডেস্ক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাঝেও পবিত্র মাহে রমজান সামনে রেখে ১ টাকা লাভে পণ্য বিক্রিতে ব্যাপক সাড়া পাচ্ছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মুদি ব্যবসায়ী শাহ আলম। বিগত বছরের ন্যায় এ বছরও রমজানের ১৫ দিন পূর্ব থেকে ১ টাকা লাভে পণ্য বিক্রি শুরু করেন।

চরকুমিরা তালতলা মার্কেটের শাহ আলম স্টোরে গেলে ক্রয় মূল্যের চেয়ে তাকে মাত্র ১ টাকা লাভে রমজানের খাদ্য সামগ্রী বিক্রি করছেন তিনি। তার দোকানে কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। নামমাত্র লাভে পণ্য বিক্রির কথা শুনে আশপাশের এমনকি একটু দূরের লোকজনও এসে তার কাছ থেকে পণ্য ক্রয় করছেন। এতে তার বিক্রিও বেড়েছে।

শাহ আলমের দোকানে পণ্য কিনতে আসা আহসান খান বলেন, শাহ আলম একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়েও যদি এই উদ্যোগ নিতে পারেন, তবে অন্যরা কেন পারছেন না। বরং অন্য ব্যবসায়ীরা রমজানে জিনিসপত্রের দাম বাড়িয়েই বিক্রি করেন।

এ ব্যাপারে ব্যবসায়ী শাহ আলম বলেন, সমাজের মানুষের উপকারের কথা চিন্তা করেই ২০২৩ সাল থেকে রমজানের পূর্ব সময় থেকে ১ টাকা লাভে পণ্য বিক্রি শুরু করি। সাধ্যের মধ্যে থেকে মানুষের জন্য কিছু করতে পারাটাও তৃপ্তিদায়ক। তিনি আরও বলেন, প্রত্যেক ব্যবসায়ীর প্রতি অনুরোধ থাকবে, যাতে তারাও ১ টাকা লাভে পণ্য বিক্রি করেন। তাহলে অসহায়, মধ্যবিত্ত ও গরিব মানুষ এই রমজানে পণ্য কিনে কিছুটা স্বস্তি পাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে