এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁদপুর শহরের পৌর টাউন হল মার্কেটের ৬তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার একটি বোরখার শোরুমে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রুবেল মিয়া।
তিনি বলেন, ওই ভবনের ২য় তলার স্বপ্ন ফ্যাশন হাউজ নামে বোরকার দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ২৩ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ওই দোকানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এদিকে মার্কেটের ব্যবসায়ীরা জানান, চাঁদপুর নতুনবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগা দোকানের বেশিরভাগ পণ্য বোরকার কাপড়। এটি একটি মিনি গার্মেন্টস বলা চলে। অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়ার পর তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন। তারা প্রায় আধা ঘণ্টার চেষ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
কিন্তু ততক্ষণে স্বপ্ন ফ্যাশন হাউজের বোরকার দোকানটি পুড়ে যায়। ভবনটিতে জনতা ফার্মেসি, শরীয়তপুর আবাসিক হোটেল, লাইব্রেরিসহ বড় বড় দোকানসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুন দেখে ফেলায় এবং দ্রুত ফায়ার সার্ভিস টিম চলে আসায় আগুন আশপাশে ছড়াতে পারেনি। মার্কেটের ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।