বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১২:২২:২৫

ছাত্রদল নেতা তন্ময় গ্রেপ্তার

ছাত্রদল নেতা তন্ময় গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা তন্ময় দত্তকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে পুরানবাজার লোহার পুল এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি চাঁদপুরের ওসি মজিবুর রহমান।

জানা যায়, চাঁদপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের পুরানবাজারের রয়েজ রোডের ঘোষপাড়ার বাসিন্দা তন্ময় দত্ত। তিনি শংকর দত্ত ও পাখী দত্ত দম্পতির ছেলে। 

তন্ময় দত্ত চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে ডিবি চাঁদপুরের ওসি মজিবুর রহমান বলেন, আসামি তন্ময়ের বিরুদ্ধে সদর থানায় ৪টি মামলা রয়েছে এবং সে চিহ্নিত অপরাধী। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে