বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ০৭:৩৮:২১

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের বাড়িতে আ.লীগের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের বাড়িতে আ.লীগের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তরে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের পৈতৃক বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন, সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণেই স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত।

বুধবার (১৯ মার্চ) গভীর রাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের বেলা ৪-৫টি মোটরসাইকেল ও একটি দামি গাড়িসহ কয়েকজন অপরিচিত ব্যক্তি জেরিনের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। কিছুক্ষণ পরেই বাড়িতে আগুন ধরে যায়।

আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই বসতঘরসহ সব আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।

মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর নুরুল কবির বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর আগেই ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে যায়।’

জোবাইদা ইসলাম জেরিন বলেন, ‘রাত ১১টার দিকে আমাকে ফোন করে জানানো হয়, আমার বাড়িতে আগুন দেয়া হয়েছে। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং সম্প্রতি আওয়ামী লীগের রাষ্ট্রীয় সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করেছি। এ কারণেই তারা আমার বাড়িতে আগুন দিয়েছে। আমি এ ঘটনায় থানায় মামলা করব।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, ‘বুধবার দুপুর পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবার আমাদের বিষয়টি অবহিত করেছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে