এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁদপুরের কচুয়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণপিটুনিতে তুষার নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে একই উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে প্রেমিকা ফিমা আক্তারের সঙ্গে দেখা করতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত তুষার উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে তুষার তার প্রেমিকা প্রিমা আক্তারের সঙ্গে রাজাপুর গ্রামে দেখা করতে যায়। এ সময় কথা কাটাকাটির জেরে একদল লোক তুষারকে নির্মমভাবে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনায় প্রেমিকাসহ ২ জনকে গ্রেফতার করা হলেও এখনও থানায় কোনো মামলা হয়নি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ নিহত তুষারের প্রেমিকা প্রিমা আক্তারসহ ২ জনকে আটক করা হয়েছে।