শরীফুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি: বিশ্ব নারী দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভা জেন্ডার এ্যাকশন প্ল্যানের উদ্যোগে র্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুরে পৌরসভা প্রাঙ্গন থেকে বিশ্ব নারী দিবস র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে পৌরসভা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে আলোচনা সমাবেশে পৌর মেয়র বলেন, সরকার ২০২১ সালের মধ্যে দেশে কোন মানুষ নিরক্ষর না থাকে সেই লক্ষ্যে কাজ করছেন। এখন আর ছেলে মেয়েরা ঘরে বসে থাকে না। তার এখন নিমিয়ত স্কুলে গিয়ে পড়া লেকা করছে। কিছু নামধারী মৌলবি ও অসাধু লোকদের কারনে নারীরা পিছিয়ে রয়েছে। তারা চায়না নারীরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াক। যারা এসব কথা বলে বাধা প্রদান করেন আপনাদেরকে অবশ্যই প্রতিহত করা হবে।
চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, জেন্ডার কমিটির আহ্বায়ক কাউন্সিলর আয়শা রহমান, পৌরসভা স্বাস্থ্য বিষয়ক কমিটির আহ্বায়ক কাউন্সিলর ফরিদা ইলিয়াস প্রমুখ।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস