বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০৬:১৯:০৮

‌‌‌'বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের কাছে মডেল'

‌‌‌'বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের কাছে মডেল'

শরীফুল ইসলাম,চাঁদপুর প্রতিনিধি: “দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়” দিবসটির প্রতিপাদ্য নির্ধারন করে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলেক্ষ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
    
তিনি তার বক্তব্যে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের সকলেরই ধারনা থাকা দরকার। বর্তমান সরকারের আমলে দুর্যোগ ব্যবস্থাপনার আমূল পরির্বতন হয়েছে। সরকার দুর্যোগ মোকাবেলায় বিশেষ পদক্ষেপ গ্রহন করে থাকনে। শুধু মাত্র এই সরকারে আমলেই দুর্যোগ ব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে। এদিকে আবহাওয়ার দিক থেকে চাঁদপুরে ভূমিকম্প, ঘূর্নিঝড় ও নদী ভাঙন এলাকা হিসেব ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনাদের সচেতন হলে দুর্যোগ পরিস্থিতি থেকে রক্ষা পেতে পারেন। সরকার বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা আইন তৈরী করেছেন। এর মধ্যে নতুন একটি আইন প্রনয়ন হচ্ছে তা হলো জাতীয় দুর্যোগ নিতীমালা। আশা করি খুব দ্রুত তা হয়েে যাবে। সব দিক থেকে বলা যায় বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের কাছে মডেল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার। শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম মুজিবুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে