শরীফুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলায় ব্যপক উৎসাহ উদ্দিপনায় মনোনয়ন পাওয়া পৌরসভা নির্বাচনের মতই গুরুত্ব বহন করছে এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এই প্রথমবারের মত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা সরাসরি রাজনৈতিক দলীয় প্রতিকে নির্বাচন করছেন। ইতিমধ্যে দলগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র পেয়ে মাঠে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। আগামী ৩১মার্চ শুরু হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এবার চাঁদপুর সদর উপজেলায় সর্বমোট ভোটার ১ লাখ ৭৬ হাজার ৮শ’ ৪৬ জন। নির্বাচন কমিশনের শূত্র অনুযায়ী সদর উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারদের সংখ্যা ৯১ হাজার ৬শ’ ৬৩ এবং মহিলা ভোটার সংখ্যা ৮৫ হাজার ১শ’ ৮৩ জন।
১নং বিষ্ণুপুর ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ২শ’ ৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩শ’ ৭০ ও মহিলা ভোটার ১০ হাজার ৮শ’ ৩৭। ২নং আশিকাটি ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ২শ’ ২৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ২শ’ ৫৬ ও মহিলা ভোটার ৮ হাজার ৯শ’ ৭৩। ৩নং কল্যাণপুর ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ২শ’ ২৬ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬শ’ ৪৯ ও মহিলা ভোটার ৫ হাজার ৫শ’ ৭৭ জন।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৯শ’ ৫৫ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬শ’ ৪৮ ও মহিলা ভোটার ৯ হাজার ৩শ’ ৭ জন। ৫নং রামপুর ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৮শ’ ৯৪ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬শ’ ৩৪ ও মহিলা ভোটার ৮ হাজার ২শ’ ৬০ জন। ৬নং মৈশাদী ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৫শ’ ৭৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯শ’ ১৬ ও মহিলা ভোটার ৫ হাজার ৬শ’ ৬২ জন।
৭নং তরপুরচন্ডী ইউনিয়নে মোট ভোটার ৯ হাজার ১শ’ ৩৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৬শ’ ৪১ ও মহিলা ভোটার ৪ হাজার ৪শ’ ৯৬ জন। ৮নং বাগাদী ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৬শ’ ২ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮শ’ ৭৯ ও মহিলা ভোটার ১০ হাজার ৭শ’ ২৩ জন। ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ৮শ’ ৫২ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ২শ’ ৯৯ ও মহিলা ভোটার ৩ হাজার ৫শ’ ৫৩ জন।
১২নং চান্দ্রা ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ১শ’ ৪২ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১শ’ ৯৫ ও মহিলা ভোটার ৯ হাজার ৯শ’ ৪৭ জন। ১৩নং হানারচর ইউনিয়নে মোট ভোটার ৫ হাজার ৯শ’ ৭৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৩শ’ ৭ ও মহিলা ভোটার ২ হাজার ৬শ’ ৭২ জন এবং ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৪৫ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮শ’ ৬৯ ও মহিলা ভোটার ৫ হাজার ১শ’ ৭৬ জন। এদিকে চাঁদপুর সদরের সবচেয়ে কম ভোটার সংখ্যা ৫ হাজার ৯শ’ ৭৯ এবং সবচেয়ে বেশি ভোটার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে এতে ভোটর সংখ্যা ২২ হাজার ৬শ’ ২ জন।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস