মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ১১:৫৯:৩৬

ইলিশের কোল্ড স্টোরেজে মজুদ করা ১২৫ মণ মিষ্টি এখন ডাকাতিয়া নদীতে

 ইলিশের কোল্ড স্টোরেজে মজুদ করা ১২৫ মণ মিষ্টি এখন ডাকাতিয়া নদীতে

চাঁদপুর : ঈদ উপলক্ষে তৈরি করা ১২৫ মণ মিষ্টি চাঁদপুর পুরানবাজারের ইলিশ মাছের কোল্ড স্টোরেজ থেকে উদ্ধার করা হয়।  ১শ’ ১৩টি কন্টিনারে প্রায় ১২৫ মণ মিষ্টি জব্দ করে কোস্টগার্ড তা ডাকাতিয়া নদীতে ফেলে দেয়।

২৮ জুন মঙ্গলবার বিকেলে পূবালী কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্লাস্টিকের কন্টিনারে মজুদ করা মিষ্টিগুলো জব্দ করে।

কোস্টগার্ড কর্মকর্তারা জানান, কোল্ড স্টোরেজ নিষিদ্ধ জাটকা মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কমান্ডারের নেতৃত্বে বিকেলে শহরের পুরাণবাজার ৩নং কয়লাঘাট পূবালী কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়।

এসময় কোল্ড স্টোরেজের ভেতরে তল্লাশি চালিয়ে ঈদ উপলক্ষে ১শ’ ১৩টি প্লাস্টিকের কন্টিনারে মজুত করা প্রায় ১২৫ মণ মিষ্টির সন্ধান পায়, যার আনুমানিক দাম ৭ লাখ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন কোস্টগার্ড স্টোশন কমান্ডার সাব লেফটেন্যান্ট আতোয়ার আলী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর শাখার সহকারী পরিচালক দেবাশীষ রায়।

পরে বিষয়টি জেলা প্রশাসনকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মোহন্ত ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত মিষ্টি নদীতে ফেলে নষ্ট করেন।  

মিষ্টির পাঁচ মালিককে ১০ হাজার টাকা করে এবং কোল্ড স্টোরেজের মালিককে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত মিষ্টিগুলো শহরের পুরানবাজার ও নতুন বাজার এলাকার দুলাল সুইটস, সুনন্দা সুইটস, কৃষ্ট ক্যাফে, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার ও করুণা মিষ্টান্ন ভান্ডার, খায়ের মুন্সী, ইত্যাদি সুইটস, পেরাডাইস ও মিষ্টি মেলা নামের প্রতিষ্ঠানের।

এদের মধ্যে দুলাল সুইটস, সুনন্দা সুইটস, কৃষ্ট ক্যাফে, শ্রীকৃষ্ণ মিষ্টান্ত ভান্ডর ও করুণা মিষ্টান্ন ভান্ডারের মালিকরা উপস্থিত থাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।

বাকি ৫ প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত না থাকায় পূবালী কোল্ড স্টোরেজের ম্যানাজারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  ১শ’ ১৩টি প্লাস্টিকের কেন্টিনে জব্দকৃত মিষ্টিগুলো ডাকাতিয়া নদীতে ফেলে নষ্ট করা হয়।
২৮জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে