নিউজ ডেস্ক: রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় চলন্ত অবস্থায় একটি প্রাইভেট কারের সামনের দিকে হঠাৎ করেই আগুন লেগে যায়। আগুন লাগার পাঁচ সেকেন্ডের মাথায় গাড়িটি থামিয়ে চালক ও আরোহীরা নেমে পড়েন।
সোমবার রাত ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রো-গ ৩৩-২৫০৯ নম্বরের গাড়িটি কুড়িল থেকে বসুন্ধরা আবাসিক এলাকার দিকে যাচ্ছিল। হঠাৎ এতে আগুন ধরে যায়, ভয়ে সড়কের আশপাশের অনেকে ছোটাছুটি শুরু করে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক বলেন, অতিরিক্ত তাপের কারণে গাড়িটির সামনে দিয়ে আগুন ধরে যায়। পরে বাড়িধারা থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গাড়ির আরোহী ও চালক সম্পূর্ণ অক্ষত রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।-জাগোনিউজ
২৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ