নিউজ ডেস্ক: জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো শীর্ষ ইংলিশ মিডিয়াম কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীয়া প্রতিযোগিতা। গতকাল শনিবার ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীয়া কমপ্লেক্সে এই ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ক্রীয়া প্রতিযোগিয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীয়া সচিব হার“নুর রশিদ, স্কুলের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী সহ আরও অনেকে।
ক্রীয়া অনুষ্ঠানে সাবেক সাংসদ হার“নুর রশিদ বলেন, নতুন প্রজম্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করে পরিপৃর্নভাবে ক্রীয়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, আমাদের তরুনেরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হবার মত বিজয় অর্জন করবে।
স্কুলের চেয়ারম্যান তাঁর বক্তৃতায় প্রধান অতিথির প্রতি তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের স্বার্থে পাঠ্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও শরীর চর্চার গুরুত্ব আরোপ করবে এবং সিআইএসডি স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুর“ হয় পবিত্র ধর্মগ্রš’াবলী হতে পাঠ, ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, অলিম্পিক মশাল প্রজ্জ্বলন, বেলুন ও পায়রা খেলা দিয়ে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষনীয় উপহার, ক্রেস্ট , মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
২৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ