নিউজ ডেস্ক : এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর বিরুদ্ধে হয়রানি, মারধর ও হুমকি প্রদানের অভিযোগ এনেছেন তারই এক সহপাঠী ছাত্র। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন ওই ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এমএসএস দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। অভিযুক্ত ছাত্রী হলেন একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী।
গত ২০ জানুয়ারি ‘জীবন ও সম্মানের নিরাপত্তা চেয়ে’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বরাবর এক লিখিত অভিযোগ করেন ছাত্রটি।
প্রক্টর কার্যালয়ে দেয়া অভিযোগপত্রে দেয়া তথ্যমতে, তাদের মধ্যে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকাকালীন ছাত্রীটি অন্য একজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। যাকে বলা যায় ত্রিভুজ প্রেম। গত বছরের অক্টোবরে এ বিষয়টি লক্ষ্য করা গেলেও বরাবরই তা অস্বীকার করে ছাত্রীটি। এ সময় ছাত্রটি কয়েক দফায় তাকে ফেরাতে চেষ্টা করেন বলে জানান।
অভিযোগপত্রে তিনি আরো উল্লেখ করেন, গত ৩১ ডিসেম্বর নতুন প্রেমিকের সহযোগিতায় ওই ছাত্রী তাকে মারধর করে ও ভয়ভীতি প্রদর্শন করে। এমন পরিস্থিতিতে চলতি মাসের ২ তারিখ তিনি শাহবাগ থানায় একটি জিডি করেন। জিডি নং ১০৩। এ অবস্থায় তার জীবন ও সম্মান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
অভিযোগের বিষয়ে ভুক্তভোগী ছাত্র জানান, প্রতিটি অভিযোগের বিপরীতে আমার কাছে তথ্য রয়েছে। এ ছাড়া এ ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শুরু থেকেই অবগত আছেন।
অভিযোগের ভিত্তিতে ছাত্রীর সাথে কথা বলতে গেলে তিনি নিজে কিছু বলতে রাজি হননি। তার অভিভাবকের সাথে কথা বলতে বলেন।
এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, যেহেতু যার বিষয়ে অভিযোগ করা হয়েছে সে একজন নারী, তাই আমি চেয়েছি যাতে ঘটনাটি সহজেই সমাধান হয়। উভয় পক্ষকেই বলেছি পারস্পরিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য। যাতে তারা কোনো বিবাদে না জড়ায়।
৩০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম