ঢাকা : ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কাঠালিয়া-নবগ্রাম এলাকায় চতুর্থ বিয়ের দাবিতে এক কলেজছাত্রী তার প্রেমিকের বাড়িতে দু’দফা অনশন করেছেন। ওই প্রেমিকা কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।
বিয়ে করতে রাজি না হলে প্রেমিকের বাড়িতেই প্রেমিকা আত্মহত্যার হুমকি দেয়। এমন পরিস্থিততে প্রেমিকের বাবা বৃহস্পতিবার রাতে শত শত মানুষের উপস্থিতিতে গ্রাম্য সালিশি বৈঠকের আয়োজন করেন।
সালিশি বৈঠকে প্রেমিকের বাবা দেড় লাখ টাকা অর্থদণ্ড দিয়ে ঘটনার মীমাংসা করেন। অর্থদণ্ডের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পাশাপাশি নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপসরফাও সম্পাদন করা হয়। তবে বৈঠকে অভিযোগ উঠে একই কায়দায় ওই প্রেমিকা এর আগে আরও তিনটি বিয়ে করেছেন।
গ্রাম্য সালিশি বৈঠক ও স্থানীয় সূত্র জানায়, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের কাঠালিয়া-নবগ্রামের কৃষক নুরমোহাম্মদ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া ও কুশুরা গ্রামের অনশনকারী ওই প্রেমিকা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেন।
তারা একই শিক্ষকের কাছেও প্রাইভেট পড়তেন। এ সুবাদে তাদের দু’জনের মধ্যে গভীর সখ্যতা গড়ে উঠে। এ নিয়ে পরবর্তীতে বেশ জলঘোলার পর বৃহস্পতিবার রাতে সালিশ বৈঠকে প্রেমিকের বাবা সমস্যা সমাধানে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেন।
১০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস