ঢাকা : জনবহুল এ মেগা সিটিতে যত্রতত্র রাস্তা পারাপারের দৃশ্য প্রায়ই চোখে পড়ে। যার ফলে দূর্ঘটনা অহরহ ঘটছে। সম্মানিত নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মহাখালী ট্রাফিক জোনের মহাখালী ক্রসিং এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০ মার্চ, ২০১৭ সকাল ১১.৩০ টায় ফুটওভার ব্রিজ ব্যবহারে জনগনকে সচেতন করার লক্ষ্যে মহাখালী ক্রসিং এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ফুটওভার ব্রীজ ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পারাপারের অপরাধে ৫০ জনকে ২৬৫০ টাকা জরিমানা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরো বলেন, ট্রাফিক আইন সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ফুটওভার ব্রীজ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ভবিষ্যতে মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।
২০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস