ঢাকা : শুক্রবার সন্ধ্যায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ তথ্য দিয়েছেন।
বিমানবন্দর পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, ‘এই ঘটনাটি বিমানবন্দরকে কোনোভোবেই প্রভাবিত করেনি। যথা নিয়মেরই বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সতর্কতা হিসেবে বিমানবন্দর এলাকায় প্রবেশের ক্ষেত্রে তল্লাশি বাড়ানো হয়েছে।’
বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদা সুলতানা বলেন, ‘বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি পয়েন্টে সতর্ক নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। আমরা চেষ্টা করছি বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া দশনার্থীরা যাতে কম প্রবেশ করে। এক্ষেত্রে আমরা শর্ত দিয়ে তাদের বিমানবন্দরে প্রবেশ করাচ্ছি।’
এর আগে শুক্রবার সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণে আত্মঘাতী ওই ব্যক্তির শরীর পেট বরাবর দুই টুকরো হয়ে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ঘটনাস্থলে পড়ে আছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় কোনও পুলিশ সদস্য আহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া এই তথ্য জানিয়েছেন।
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস