শনিবার, ২৫ মার্চ, ২০১৭, ১১:০১:০৩

রাজধানীতে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি

রাজধানীতে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি

নিউজ ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। থেকে থেকে মেঘেদের গর্জন। এরই মাঝে হঠাৎ আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি। আজ শনিবার সকালে রাজধানীতে এভাবেই নেমে আসে হঠাৎ বৃষ্টি।

প্রায় আধাঘণ্টা ব্যাপী এ বৃষ্টিতে শীতল হয়েছে প্রকৃতি। তবে হঠাৎ করে আসা এ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষসহ স্কুলগামী শিক্ষার্থীরা। সঙ্গে ছাতা না থাকায় কাকভেজা হয়ে যান অনেকে। বৃষ্টির অজুহাতে রিকশাচালকরাও হাকিয়ে নেন বাড়তি ভাড়া। এছাড়া অল্প বৃষ্টিতে নগরীর নিচু এলাকাগুলোর বিভিন্ন জায়গায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বেসরকারি চাকরিজীবী আরেফিন বলেন, হঠাৎ বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকায় বিপদে পড়েছি। বৃষ্টির পানি মাথায় নিয়েই অফিসে যেতে হয়েছে। বাস কম থাকায় বেশি ভাড়ায় সিএনজিতে অফিস এসেছি।

আজ রাজধানীতে চৈত্রের দ্বিতীয় বৃষ্টির দেখা মিলল। এর আগে ২০ মার্চ চৈত্র মাসের প্রথম বৃষ্টি হয়েছিল ঢাকায়।

বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের কয়েক জায়গায় বজ্র/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।
২৫ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে