মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭, ১২:২৫:৫৩

আদালতে যাননি খালেদা, সময়ের আবেদন

আদালতে যাননি খালেদা, সময়ের আবেদন

নিউজ ডেস্ক: রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০ মামলায় হাজির হওয়ার দিন ধার্য থাকলেও আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদার বিরুদ্ধে দারুসসালাম থানায় নাশকতার অভিযোগে আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি মামলাসহ যাত্রাবাড়ী থানায় নাশকতার দুটি মামলা রয়েছে। আজ মঙ্গলবার এসব মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির এবং অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।

আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ রহমান তালুকদার ও জয়নাল আবেদীন মেজবাহ। চোখের সমস্যার কারণে মঙ্গলবার খালেদা আদালতে হাজির হতে পারেননি বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

হাজির হতে না পারায় সময়ের আবেদন জানিয়ে খালেদার আইনজীবীরা আদালতে পিটিশন দাখিলে করেন। পিটিশনে বলা হয়, ‌‌দরখাস্তকারী (খালেদা জিয়া) ৭১ বৎসর বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ। তার চোখে সমস্যা রয়েছে। চোখের সমস্যা বৃদ্ধি পাওয়ায় এবং বাইরে ডাস্ট অর্থাৎ ধুলাবালির জন্য ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে দরখাস্তকারী শারীরিকভাবে বেশ অসুস্থ হওয়ায় অদ্য বিজ্ঞ আদালতে উপস্থিত হতে পারেন নাই। ফলে সময় দেওয়া আবশ্যক।
২৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে