ঢাকা : নদীর তীরভূমির অবৈধ দখলরোধ, পরিবেশের উন্নয়ন ও বিনোদনের লক্ষ্যে ঢাকা শহরের চারপাশে আরো চারটি ‘ইকোপার্ক’ স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।বৃহষ্পতিবার ঢাকায় শ্যামপুরস্থ বিআইডব্লিউটিএ ইকোপার্ক রাইডসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম, মেসার্স নেপচুন এন্টারটেইনমেন্ট এন্ড এমিউজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
শাজাহান খান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকাতে হবে।
নেপচুন এন্টারটেইনমেন্ট এন্ড এমিউজমেন্ট কোম্পানি লিমিটেড বার্ষিক নবায়নের ভিত্তিতে পাঁচ বছরের জন্য উক্ত ইকোপার্কের রাইডস্ পরিচালনার লাইসেন্স পেয়েছে। বর্তমানে সেখানে ২২টি রাইডস্ স্থাপন করা হয়েছে। বিআইডব্লিউটিএ লাইসেন্স ফি বাবদ প্রায় ২৮ লাখ টাকা এবং প্রবেশ টিকেট বাবদ সমপরিমান অর্থ আয় করবে। পার্কের প্রবেশ ফি ৩০ টাকা। প্রতিটি রাইডস্ এর জন্য আলাদা ফি রয়েছে।
ঢাকা জেলার শ্যামপুর কদমতলী থানার কদমতলী মৌজায় ঢাকা নদী বন্দর সীমানায় বুড়িগঙ্গা নদীর তীরভূমিতে বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে ইট, বালু ও পাথর ব্যবসা করে আসছিলেন। এর ফলে উক্ত এলাকার পরিবেশ দূষণসহ ধীরে ধীরে নদী সংকুচিত হতে থাকে। নদী সংকুচিত এবং দখল দূষণ নিয়ে ওই সকল ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ হতে কঠোর অবস্থান নেয়া হলে তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে যা বিআইডব্লিউটিএ-কে মোকাবেলা করতে হয়।
ব্যাপক প্রচেষ্টার পর মামলার প্রতিবন্ধকতা দূরীভূত হলে ২০১১ সালে বিআইডব্লিউটিএ অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে ৬.৬৮৪ এর জায়গা জুড়ে “বুড়িগঙ্গা ইকোপার্ক” নামে একটি পার্ক গড়ে তোলে। উক্ত পার্কের কার্যক্রম শুরুর জন্য সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় দেড় হাজার বৃক্ষ ও বিভিন্ন ধরণের ফুলের গাছ রোপণসহ অভ্যন্তরীণ পাকা রাস্তা, ওপেন ইয়ার্ড কংক্রিট বেঞ্চ এম এস ছাতা ইত্যাদি নির্মাণ করা হয়।
০৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস