মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭, ১২:৫৩:২৩

বিচারের ক্ষেত্রে ধনী-গরিব সবাই সমান: আদালত

বিচারের ক্ষেত্রে ধনী-গরিব সবাই সমান: আদালত

নিউজ ডেস্ক: রাজন হত্যা মামলার রায় পড়ার আগে হাইকোর্টের বিচারক বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সেলিম জানান, বিচারের ক্ষেত্রে ধনী-গরিব সবাই সমান।

তিনি বলেন, কোনো মামলায় রায় দেয়ার পর, ঐ রায়ে মামলার একটি পক্ষ বা উভয় পক্ষই অসন্তুষ্ট হতে পারে। কিন্তু পূর্ণাঙ্গ রায় না পড়ে বা না জেনে রায় নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়।

মঙ্গলবার সিলেটের চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার পূর্বে তিনি এ কথা বলেন।

বিচারপতি সেলিম বলেন, আমরা বিচারক, এ দেশেরই মানুষ। আমরা সব সময় নিজেদের মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে মামলা নিষ্পত্তি করে থাকি। যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়।

এ সময় তিনি লর্ড ডেনিং এর একটি উক্তির কথা স্মরণ করে বলেন, ‘জাজ সুড নট কম্প্রোমাইজ' এই বাক্যটি সব সময় স্মরণে রেখে আমি আমার দায়িত্ব পালন করে থাকি। অপরাধ কখনো ধনী-গরিব দেখে হয় না। প্রতিটি মামলাই বিচারকের কাছে সমান। সাধারণ জনগণের মধ্যে আবেগ থাকতে পারে। কিন্তু বিচারকের নয়। ’

তিনি আরো বলেন, যদি কেউ কোনো মামলার রায়ে সংক্ষুব্ধ হয়, তার আপিল বিভাগে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আমরা যখন বিচার করি, তখন ধনী-গরিব সবাই আমাদের কাছে সমান। এটা সকলেরই মনে রাখা উচিত। কিন্তু যখন দেখি, কোনো জ্ঞানী ও বুদ্ধিজীবী পূর্ণাঙ্গ রায় না দেখেই বিভিন্ন কথা বলেন, তখন কষ্ট লাগে। কারণ আমরা বিচারক, আমরা এর জবাব দিতে পারি না।

এরপরই বেঞ্চের কনিষ্ঠ বিচারক বিচারপতি মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন রাজন হত্যা মামলার রায় পড়া শুরু করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত রায় পড়া হচ্ছে হাইকোর্টে।
১১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে