বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০৫:৩৮:৪৫

‘কওমী সনদের স্বীকৃতি ও মূর্তি অপসারণের ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’

‘কওমী সনদের স্বীকৃতি ও মূর্তি অপসারণের ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’

নিউজ ডেস্ক: ‘স্বকীয়তা অক্ষুন্ন রেখে’ কওমী মাদরাসার দাওরায়ে হাদীসের সনদকে সরকারীভাবে এমএ (আরবী/ইসলামের ইতিহাস) মান দেওয়া এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ‘মূর্তি’ অপসারণের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে তার দীর্ঘায়ু কামণা করেছেন খেলাফতে ইসলামীর আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী একদিকে কওমী সনদকে সরকারীভাবে এমএ-এর মান প্রদান করে লক্ষ লক্ষ কওমী মাদরাসা-ছাত্র শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক মূর্তি অপসারণে তরিৎ পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে সংখ্যা গরিষ্ঠ মুসলিম জনতার ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়েছেন।

আবুল হাসানাত আমিনী বলেন, সনদের সরকারী স্বীকৃতির ফলে দেশের লক্ষ লক্ষ কওমী শিক্ষার্থীরা উপকৃত হবে। দেশ, জাতি ও ইসলামের খেদমতে তারা আরো ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে।

“প্রধানমন্ত্রী কওমী সনদের স্বীকৃতি দিয়ে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি, সর্বোচ্চ আদালতের সামনে থেকে মূর্তি অপসারণ করে তিনি আরেকটি অনন্য নজির সৃষ্টি করবেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি ও তার দীর্ঘায়ু কামনা করছি।”
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে