বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০১:৩১:৩৯

কওমিকে উচ্চশিক্ষার স্বীকৃতি মানে হেফাজতের সঙ্গে আপোস নয়: ওবায়দুল কাদের

কওমিকে উচ্চশিক্ষার স্বীকৃতি মানে হেফাজতের সঙ্গে আপোস নয়: ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কওমি মাদ্রাসার উচ্চশিক্ষার স্বীকৃতি দেওয়া মানে হেফাজতে ইসলামের সঙ্গে কোনও আপোস করা নয়। এটা রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা। জনগণের আবেগ অনুভূতির সঙ্গে সঙ্গতি রেখে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বুধবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্যকে অজ্ঞতার পরিচয়, উদ্দেশ্য প্রণোদিত ও উসকানিমূলক বলে আখ্যায়িত করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শুধু ভারত নয়, পৃথিবীর অনেক দেশের সঙ্গে এমওইউ সমঝোতা প্রক্রিয়াধীন রয়েছে।’

আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলাভঙ্গের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লাসহ সারাদেশে দলের শৃঙ্খলাভঙ্গের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে কেস টু কেস ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা দলে শৃঙ্খলাবিরোধী কাজের জন্য পেছন থেকে মদদ যোগাচ্ছে ও উসকানি দিচ্ছে তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আওয়ামী লীগ এবার বৈশাখী র্যা লি বাতিল করেছে। এর আগে মহানগর আওয়ামী লীগ বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত র্যা লি করার কথা ছিল।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে