নিউজ ডেস্ক: বাংলাদেশ সফরে আসছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে তার এই সফর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
চার দিনের সফরে আগামী ২৪ তারিখ তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তিনি।
এ ছাড়া ২৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে ক্যামেরনের বৈঠক হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তবে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে থাকায় এ বিষয়টি এখনো নিশ্চিত নয়।
প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে দেশটির বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষ জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ডেভিড ক্যামেরন। তিনি ও তার দল যুক্তরাজ্যের ইইউয়ের সঙ্গে যুক্ত থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।
ব্রেক্সিটের পর পদত্যাগের ঘোষণা অনুযায়ী ওই বছরের সেপ্টম্বরেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন ক্যামেরন। পরে তিনি নিজের ব্যবসায় মনোনিবেশ করেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কখনই বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা তার প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে।
তবে ডেভিড ক্যামেরনের সফরের বিষয়ে জানতে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে যোগাযোগ করা হলে ‘বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই’ বলে জানান দায়িত্বশীল কর্মকর্তারা।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস