নিউজ ডেস্ক: বৈশাখকে কেন্দ্র করে রাজধানীর ইলিশ বাজারগুলো রয়েছে সরগরম। দামে বনিবনা না হওয়ায় খালি হাতেই ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা। ২০০ গ্রাম মাছের দাম হাকানো হচ্ছে সাড়ে পাঁচশত হতে ছয়শত টাকা। আর এক হালি নিলে পড়বে দুই হাজার টাকা। অধিক দামে ইলিশ বিক্রি না হওয়ায় বসে আছেন বিক্রেতারা।
রাজধানীর কারওয়ানবাজারের ইলিশ বিক্রেতা রাজু আহমেদ বলেন,‘ক্রেতাদের অভাব নেই তবে দাম বেশি হওয়ায় তারা মাছ কিনছেন না। শুধু দেখে চলে যাচ্ছেন। অন্যান্য দিনের মত হলে আজ দুই ঘন্টার মধ্যে মাছ গুলো বিক্রি হইয়া যাইতো।’
মিরপুর ১নং বাজারের বিক্রেতা সবুজ বলেন,‘মাছের সাইজ ছোট দাম বেশি। কিন্তু কি করবো বলেন আমরাও তো বেশি দাম দিয়ে কিনে আনছি। ইলিশের যোগানও কয়েকদিন ধরে বেশি একটা ছিলনা’
আসমা নামের এক ক্রেতা বলেন,‘ ১০ দিন আগেও এক কেজি ইলিশ কিনছি সাড়ে তিনশত টাকা দিয়ে। কিন্তু আজ দেখের এক বিঘার মাছ ছয়শত টাকা এটা কেমনে হয়।’
সাইফুল নামের আরেক ক্রেতা বলেন দাম বেশি কিন্তু কি করবো বাসার লোক জনের আবদারটাও রাখতে হবে। আমরা আসলে যখন যেখানে সুযোগ আসে সে ভাবেই লটেপুটে খাওয়ার চেষ্টা করি। ভাবতাছি আমাদের প্রধান মন্ত্রীর কথা মত ইলিশ হতে বিরত থাকবো কিনা।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস