আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনের মধ্য দিয়ে মহাসমারোহে বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে দুইদিনের কর্মসূচির আজ প্রথম দিনে সকাল সাতটায় উপাচার্য মহোদয়ের বাসভবনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ক্যাম্পাসবাসীর সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল দশটায় ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মেলা উদ্বোধনকালে উপাচার্য তাঁর ভাষণে বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। সকলের অংশগ্রহণের মধ্যদিয়ে এ উৎসবের সর্বজনীনতার বহি:প্রকাশ ঘটে। উপাচার্য সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। এরপর সকাল দশটায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন অনুষদ, বিভাগ, অফিস, হল, বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ, মহিলা ক্লাব পরিচালিত স্কুল এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, ছাত্র-ছাত্রী এবং ক্যাম্পাসবাসীর অংশগ্রহণে ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। উপাচার্য এ মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন। মঙ্গল শোভাযাত্রাটি পুরাতন কলাভবনে এসে শেষ হয়।
এরপর সকাল সাড়ে এগারোটায় মহুয়াতলায় বাংলা বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পুরাতন কলা ভবনের সামনে মৃত্তিকা মঞ্চে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে বৈশাখের অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিকেল পাঁচটায় থেকে সন্ধ্যে সাড়ে ছয়টা পর্যন্ত সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে লোকগান ও বাউল সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় নৃত্যানুষ্ঠান।
এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, হল, বিভাগ, অফিস পৃথক পৃথকভাবে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। উৎসবের দ্বিতীয় দিন ২রা বৈশাখ বিকেল পাঁচটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
১৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস