ঢাকা থেকে: অবশেষে রাজধানীতে বন্ধ হতে যাচ্ছে সিটিং সার্ভিস, গেইট লক, বিরতিহীন কিংবা স্পেশাল সার্ভিস নামধারী গণপরিবহনগুলো।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ এপ্রিল থেকে এসব সার্ভিস আর চলবে না।
৪ এপ্রিল আজ মঙ্গলবার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ।
তিনি বলেন, 'সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সাধারণ সভায় সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে দূরত্ব অনুযায়ী ভাড়া আদায় করা হবে।'
জানা গেছে, গণপরিবহণগুলো বিআরটিএ নির্ধারিত চার্ট অনুসরণ করে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করবে। ট্রাকের বাম্পার কিংবা অ্যাঙ্গেলও খুলে ফেলা হবে ১৫ এপ্রিলের মধ্যে।
মোটরযান অধ্যাদেশে বা বিআরটিএর নিয়মনীতিতে কোথাও 'সিটিং সার্ভিস' নামে কোন বাস চলাচলের অনুমতি নেই। তারপরও মালিকরা বাসে ওঠা প্রতিটি যাত্রীকে বাড়তি সুবিধা দেয়ার কথা বলে নিজেরাই এই সার্ভিসের প্রবর্তন করেছিলেন।
এই সিটিং বা স্পেশাল সার্ভিসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় বলে সাধারণ জনগণ এই সার্ভিসগুলোকে 'চিটিং' বা 'গলাকাটা' সার্ভিস বলে উল্লেখ করেন।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে