নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। দলটি শুধুমাত্র বিরোধিতা করার জন্য অহেতুক ইস্যু তৈরি করে।
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে সোমবার সকালে ধানমণ্ডি ৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে মুজিবনগর দিবসের ইতিহাস তুলে ধরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, 'আজকের দিনে সবাইকে সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে।'
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, 'বিএনপি ইস্যু তৈরির কারখানা। একের পর ইস্যু নিয়ে অহেতুক বিরোধিতা করে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।'
ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনা সরকারের আমলে তিস্তা চুক্তি যেন না হয় সেটাই বিএনপির একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।'
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস