মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০৯:০৯:০৪

আমি এখনও স্বামীর অপেক্ষায় আছি: ইলিয়াস আলীর স্ত্রী

আমি এখনও স্বামীর অপেক্ষায় আছি: ইলিয়াস আলীর স্ত্রী

নিউজ ডেস্ক: ‘ইলিয়াস আলী সম্পর্কে প্রশাসন বা সরকারের তরফ থেকে আমরা কোনও বক্তব্য পাইনি। যতটুকু চেষ্টা করার তা আমরা করেছি, এখনও করে যাচ্ছি। কিন্তু প্রশাসন আমাদের কোনও সহযোগিতা করেনি। তবুও আমি আশা ছাড়িনি। আশা নিয়ে বসে আছি। আমার স্বামীর অপেক্ষায় আছি আমি।’ বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী।

তিনি বলেন, ‘আমার সন্তানেরা তাদের বাবার অপেক্ষায় আছে। এখন আর মুখ ফুটে কিছু বলে না। কিন্তু আমিতো বুঝি, তারা অপেক্ষায় আছে, যদি তাদের বাবা ফিরে আসে। বাবা ফিরে আসবে, এ আশায় আমার মেয়েটা রোজ দিন গুনে।’

২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতা ইলিয়াস আলী তার গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। বিএনপির এই নেতা চারদলীয় জোট সরকারের আমলে সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসামানীনগর) আসনের সংসদ সদস্য ছিলেন। তার পরিবার ও বিএনপির অভিযোগ ইলিয়াসকে গুম করা হয়েছে।

স্বামী নিখোঁজ হবার পর তাহসিনা রুশদী বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। উচ্চ আদালতেও ইলিয়াস আলীর খোঁজ চেয়ে রিট করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশকে প্রতি মাসে তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।    

তাহসিনা রুশদী বলেন,‘আমার একটাই কথা বলার আছে, যেকোনও অবস্থাতে যেকোনও কিছুর বিনিময়ে আমি আমার স্বামীকে ফিরে চাই। আমার সন্তানেরা তাদের বাবাকে ফিরে চায়।’

তিনি বলেন, ‘আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, ইলিয়াস আলীকে খুঁজে দেওয়ার ব্যাপারে তারা যে আশ্বাস আমাদেরকে দিয়েছিলেন, সে আশ্বাসের পূর্ণতা যেন পাই।’ তিনি আরও বলেন, ‘ইলিয়াস আলী নিজে থেকে গুম হয়নি। তাকে গুম করা হয়েছে। এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তথ্য প্রমাণসহ একমাত্র বলতে পারবে প্রশাসনের লোকজন। কিন্তু শুরু থেকেই আমাদের সঙ্গে প্রশাসনের আচরণ কিংবা ব্যবহার কোনোটাই ভালো ছিল না।’

রুশদী বলেন, ‘দেশের সাধারণ মানুষ যদি কোথাও বিপদে পড়ে, তাহলে তারা পুলিশের সাহায্য নিতে চায়। পুলিশও তাদের সাহায্য করে। কিন্তু ইলিয়াস আলীর মতো নেতার পরিবার পুলিশের কাছ থেকে কোনও সহযোগিতা পায়নি। তার নিখোঁজের ঘটনা দেশে-বিদেশে আলোচিত ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গেও আমরা দেখা করেছিলাম। কিন্তু পরবর্তীতে ওনাদের পক্ষ থেকে আমরা কোনও আন্তরিকতা পাইনি। প্রশাসন নিদেনপক্ষে একটা তদন্তও করেনি। তারা এঘটনায় কাউকে গ্রেফতারও করতে পারেনি আজ পর্যন্ত। একজন রাজনৈতিক নেতার গুম হওয়ার ঘটনায় প্রশাসনের কোনও তৎপরতা আমরা দেখিনি।’ পুলিশ কেন এ বিষয়ে নিশ্চুপ সেটা কেবল তারাই বলতে পারবে বলে জানান ইলিয়াসের স্ত্রী।

তাহসিনা রুশদী বলেন, ‘এমনকি ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়টি নিয়ে দেশের মানুষেরও অনেক কৌতূহল ছিল। মানুষ সরকার কিংবা প্রশাসনের পদক্ষেপ দেখতে চেয়েছিল। কিন্তু তারা হতাশ হয়েছে। এত বছর পরও আমি যদি কোনও পাবলিক প্লেসে যাই, মানুষ আমাকে ইলিয়াসের ব্যাপারে প্রশ্ন করে। তাদেরকে আমিও চিনি না। তারা জানতে চায়, ইলিয়াস আলীকে নিয়ে কিছু জানি কিনা। তার ব্যাপারে জানতে সবার আগ্রহ। কিন্তু আমি এত দুর্ভাগা যে, শুধুমাত্র বিরোধী দল করার কারণে তার সম্পর্কে কিছুই জানতে পারলাম না।’

তিনি বলেন, ‘প্রশাসনের এই নির্লিপ্ততা দেখে মনে হয়, আমার স্বামীর গুম হওয়ার পেছনে প্রশাসনের লোকজনই জড়িত।’
১৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে