বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৪:৫৩:১৩

রাডার দুর্নীতি মামলা থেকে খালাস এরশাদ

রাডার দুর্নীতি মামলা থেকে খালাস এরশাদ

ঢাকা : বাংলাদেশের সাবেক সামরিক শাসক এবং জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদসহ তিনজনকে রাডার দুর্নীতির মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

বিমানের রাডার ক্রয় সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় ঢাকার আদালত তাকে নির্দোষ বলে রায় দিয়েছে। এ রায়ের সময় এরশাদ আদালতে উপস্থিত ছিলেন।

বিকাল ৩. ৪৪ মিনিটে এরশাদ আদালতের ভেতরে প্রবেশ করেন। এসময় এরশাদের সঙ্গে জিএম কাদের, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, মশিউর রহমান রাঙ্গা ও সৈয়দ আবু হোসেন বাবলা আদালতে হাজির হন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লাহ বুধবার বিকালে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ গুরুত্বপূর্ণ নথি ও সাক্ষী হাজিরে ব্যর্থ হয়েছে বলে রায় ঘোষণাকালে জানিয়েছেন আদালত।

১৯৯২ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এ মামলাটি দায়ের করেছিল। মামালা দায়েরের দীর্ঘ প্রায় ২৫ বছর পরে এর নিষ্পত্তি হলো। মামলার অভিযোগে বলা হয়েছিল রাডার ক্রয়ের মাধ্যমে ৬৪ কোটি টাকার ক্ষতি হয়েছিল।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে