ঢাকা : বিএনপির নতুন কমিটি ঘোষণার ১২ ঘণ্টার মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবীউল্লাহ নবী। বুধবার বিকেলে পদ্যতাগের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে ঘোষিত আংশিক কমিটিতে নবীর জুনিয়রদের ওপরের পদ দেয়া হয়েছে। সহ সভাপতির পদ দিয়ে তাকে অসম্মান করার হয়েছে বলেও মনে করেন তার অনুসারীরা। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নবী জানান, ব্যক্তিগত ও শারীরিক কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো দিন পদত্যাগ করবো। এর আগে তিনি ডেমরা-যাত্রাবাড়ী থানার সভাপতি ছিলেন। মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক ও সর্বশেষ আব্বাস-হাবিব আহ্বায়ক কমিটির সদস্যও ছিলেন তিনি।
শতাধিক মামলায় জর্জরিত এই নেতা অনেকটা রাগে ক্ষোভেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বিএনপির ঘোষিত দক্ষিণ শাখার কমিটির তিন নম্বর সহ-সভাপতি করা হয়েছে যাত্রাবাড়ির নবী উল্লাহ নবীকে।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস