ফুডপান্ডার প্রথম অনলাইন বার্গার উৎসব
ঢাকাঃ গত কয়েক বছরে ব্যাপক হারে ঢাকার মানুষের খাবারের প্রতি আগ্রহ বেড়েছে। এক্ষেত্রে ফুডপান্ডা খাবারে এনেছে বড় ধরনের পরিবর্তন। এই প্রতিষ্ঠানটির খাবার সংশ্লিষ্টদের সৃজনশীলতা, আগ্রহ এবং পরম যতেœ বৈশিষ্ট্যমন্ডিত। সূচনালগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি ভালো রেস্তোরাঁ প্রতিষ্ঠার মাধ্যমে খাবারকে খদ্দেরদের নাগালের মধ্যে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই উপলক্ষে ফুডপান্ডা অনলাইন বার্গার উৎসবের আয়োজন করেছে। তিন দিনের এই উৎসব চলবে ২৭ অকটোবর থেকে ২৯ অকটোবর পর্যন্ত। এখানে পাওয়া যাবে বাজারের সেরা প্রস্তুতকারকের সেরা বার্গার। অনলাইন যোগাযোগের ক্ষেত্রে websitewww.foodpanda.com.bd অথবা মোবাইলে apphttps://tunes.apple.com/app/id758103884?mt=8https://play.google.com/store/apps/details? id=com.global.foodpanda.android&referrer=adjust reftag=cMTV8MGikwbNohttps://www.microsoft.com/en-us/store/apps/foodpanda-food-delivery/9wzdncrdlchn যোগাযোগ করা যেতে পারে। বিষয়টা খতিয়ে দেখতে পারেন।
৫০ শতাংশ বা কেউ একটি কিনলেই আরেকটি ফ্রি পাবেন। উৎসবে অংশগ্রহণকারীরা হলেন ম্যাডচেফ, মনস্টার ফুডস, লাইভ কিচেন, ফায়ারহাউজ, উঁও বার্গার, এসএমএলএক্সএল, ওপেন লাউঞ্জ, ডি বিস্ট্রো, লটস মিট আপ এবং ফেসবুক ও ইনস্ট্রাগ্রামে আরো অনেকেই আমাদের অনুসরণ করছে। হাত বাড়ালেই তথ্য পাওয়া যাবে।
ফুডপান্ডা হলো বিশ্বের ফুড অর্ডারিং মার্কেটপ্লেস। বিশ্বের যে কোনো স্থান থেকেই ফুডপান্ডায় খাবারের অর্ডার দেওয়া যায়। ফুডপান্ডার রয়েছে ইন্টারনেট ইনকিউবেটর, রকেট ইন্টারনেটের বিশাল আয়োজন। বাংলাদেশে এর প্রতিষ্ঠা ২০১৩ সালে। বিশ্বের পাঁচটি মহাদেশের ৪০টি দেশে রয়েছে ফুডপান্ডার বিস্তার। বাংলাদেশের ঢাকা ছাড়াও চট্রগ্রাম ও সিলেটে ফুডপান্ডার শাখা রয়েছে।
২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস
�