ঢাকা থেকে: রাজধানীর সোবাহানবাগে ডেন্টাল কলেজ হোস্টেলের সামনে প্রেমিকার সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।
শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। সুমন কুমার পাল নামে ওই যুবক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র। যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের স্বপন কুমার পালের ছেলে সুমন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ সুমনে পরিচিত বড় ভাই কামরুল জানায়, সুমন ধানমন্ডি তল্লাবাগ এলাকার একটি ম্যাচে থাকে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্রী মালিহা`র সঙ্গে ২ বছর ধরে প্রেম সম্পর্ক চলছিল তার।
শনিবার শেষ বিকেলে দু`জন এক সঙ্গে সোবহানবাগ এলাকায় কথা বলার সময় ঝগড়া হয়। মালিহা বার বার তার প্রেম প্রত্যাখ্যান করে। এক পর্যায়ে সুমন রাগে-ক্ষোভে দুঃখে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরে চিৎকার করলে আশপাশের লোকজন আগুন নিভিয়ে সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা আক্তার জানায়, সুমনের শ্বাস নালীসহ শরীরের ৩৬ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে