রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭, ০৫:৪৮:১৯

নিজেদের পরাজয় সম্পর্কে বিএনপি নিশ্চিত : হানিফ

নিজেদের পরাজয় সম্পর্কে বিএনপি নিশ্চিত : হানিফ

ঢাকা : সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি। রোববার দুপুরে জিপিও অডিটরিয়ামে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গত কয়েক দিনে বিএনপির নেতাদের বক্তব্য থেকে বোঝা যায় তারা নির্বাচনে আসতে আগ্রহী। তবে, নিজেদের পরাজয় সম্পর্কে বিএনপি নিশ্চিত। নিজেদের ভুলের কারণে দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ভুল রাজনীতি, সন্ত্রাসী কর্মকান্ড ও একাত্তরের পরাজিত শক্তিকে রক্ষা করার কারণে আপনারা (বিএনপি) জনগণ থেকে পা পা করে খাদের কিনারার দিকে যাচ্ছেন। তাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আপনাদের আপাতত না দেখলেও চলবে।’

মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক ক্ষেত্রে উন্নতি হচ্ছে। বিশ্ব নেতারা বিশেষভাবে সম্মানীত করছে। আর এসব দেখেই বিএনপি নেতারা ঈর্ষায় কাতর হয়ে মিথ্যাচার করে যাচ্ছে। বিএনপির ভুল রাজনীতি, সন্ত্রাসী কার্যক্রম ও জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার জন্য তাদের আর ক্ষমতায় আসার স্বপ্ন না দেখলেও চলবে।

আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে মহাজোট সরকার আবারও ক্ষমতায় আসবে এম আশা প্রকাশ করে হানিফ বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির কারণে জনগণের মেন্ডেট নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় আসবে। এটা নিশ্চিত জেনেই বিএনপি মিথ্যাচার করছে।

আয়োজক সংগঠনের সভাপতি নাছির আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল,জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

২৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে