ঢাকা : পৃথিবীর অন্যান্য দেশের প্রধান বিচারপতিরা বিচার কাজ ছাড়া পাবলিকলি এত কথা বলেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধান বিচারপতির প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, অন্য দেশগুলোর প্রধান বিচারপতিরা পাবলিকলি (জনসমক্ষে) এত উষ্মা প্রকাশ করেন না, এত কথা বলেন না। এটা তিনি (প্রধান বিচারপতি) নিজেও জানেন। তিনি তো আমাদের পাশের দেশের প্রধান বিচারপতিকেও দেখছেন।’
সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, ‘আপনার যদি কোনও দুঃখ-কষ্ট থাকে কিংবা কোনও উষ্মা প্রকাশ করার থাকে কিংবা কোনও কথা বলার থাকে, সেটা পাবলিকলি না বলে আমাদের বলুন। আপনার যে কোনও দুঃখ-কষ্ট বা সমস্যার কথা জানতে পারলে আমরা সেই সমস্যা সমাধান করার উদ্যোগ নিতে পারতাম। সমস্যার সমাধান করতে পারতাম।’
এসময় আইনমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার একজন সহকারী জজের বেতন ১৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩১ হাজার টাকা করেছে। একজন জেলা জজের বেতন ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৮ হাজার টাকা করেছে। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির বেতন ৪৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করেছে। আপিল বিভাগের একজন বিচারপতির বেতন ৫৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা করেছে এবং প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১০ হাজার টাকা করেছে। শুধু তাই নয়, বিচারপতিদের সম্মান অক্ষুণ্ন রাখতে তাদের বাসস্থানসহ সব ধরনের আনুষাঙ্গিক সুযোগ-সুবিধাও বাড়িয়েছেন। বিচার বিভাগকে সরকার কতটা গুরুত্ব দেয়, এসব উদ্যোগ তারই প্রমাণ বহন করে।’
অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘শেখ হাসিনার সরকার বিচার বিভাগের কোনও কাজে কোনও ধরনের হস্তক্ষেপ করছে না, অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। এরপরও যদি কেউ বলেন যে বর্তমান সরকার বিচার বিভাগের প্রতি বিমাতাসুলভ আচরণ করছেন, তা হবে অত্যন্ত দুঃখজনক।’
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগের প্রতি বর্তমান সরকার বিমাতাসুলভ আচরণ করছে, এমন কোনও নজির আমি দেখিনি। বিচার বিভাগের সঙ্গে সরকারের কোনও বিরোধও আমি দেখি না।’
২৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস