সোমবার, ০১ মে, ২০১৭, ০৬:২১:৫৪

দেশের সবচেয়ে বড় শত্রু জঙ্গি ও তেঁতুল হুজুর গোষ্ঠী : ইনু

দেশের সবচেয়ে বড় শত্রু  জঙ্গি ও তেঁতুল হুজুর গোষ্ঠী : ইনু

ঢাকা : জঙ্গি ও তেঁতুল হুজুর গোষ্ঠী দেশ, নারী ও শ্রমিকের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, এদের বর্জন করতে হবে, সতর্ক থাকতে হবে।

সোমবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

ঐতিহাসিক মে দিবসের শ্রমিক-জনতা সমাবেশে ‘বৈষম্যমুক্ত সমাজ গড়তে শ্রমিকবান্ধব রাজনীতি-অর্থনীতি চর্চা’র ডাক দেন  তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি শ্রমিকস্বার্থ রক্ষায় ঐক্য রাখা আর জঙ্গিদমনের যুদ্ধে সামনে থাকার জন্য সমবেত শ্রমিক, কর্মচারী, মজুর ও সর্বস্তরের পেশাজীবী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ইনু বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের শ্রম আইনের আওতায় আনতে হবে। বাজারের সঙ্গে মজুরি হালনাগাদ করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, গাফিলতি পরিহার করে শ্রম আইন হুবহু বাস্তবায়ন, সমকাজে নারী-পুরুষের সমমজুরি এবং ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে।

সমাবেশে সভাপতির ভাষণে শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার এমপি বলেন, ‘ক্ষতিপূরণ কখনোই শ্রমিকের জীবনের বিনিময় হতে পারে না। শ্রম আইন বাস্তবায়ন ও কল-কারখানা পরিদর্শনে সরকারের জোরদার ভূমিকার মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

মে দিবসের এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, সহ-সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ মহানগর-উত্তরের সভাপতি শফিউদ্দিন মোল্লা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম প্রমুখ।

১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে