মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ০৪:৩৬:৩০

প্রধানমন্ত্রী চাইলেও কিছু করতে পারবেন না : নাসিম

প্রধানমন্ত্রী চাইলেও কিছু করতে পারবেন না : নাসিম

ঢাকা : বর্তমান সরকার আগামী নির্বাচনে সহায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেও সংবিধানের বাইরে কিছু করতে পারবেন না।

মঙ্গলবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ৩৫তম বিসিএস স্বাস্থ্য ও পরিবার ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা কষ্ট করে আর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আন্দোলন কইরেন না।  জনগণ এখন আন্দোলন চায় না; চাকরি চায়, খেয়ে-পরে বাঁচতে চায়। ’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি তো আন্দোলনের মাস্টার ছিলাম। আমি জানি এখন আন্দোলন করলে জনগণ মানবে না। নির্বাচনের মাধ্যমে যদি আওয়ামী লীগ বিরোধী দলে যায়, তবে আমাদেরও আন্দোলন প্রত্যাহার করতে হবে।’

নির্বাচনকালীন সহায়ক সরকারের ব্যবস্থা করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা। এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এই সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। আমি কেন শেখ হাসিনা চাইলেও সংবিধানের বাইরে কিছু করতে পারবেন না।’
২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে