মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ০৭:৫৮:১০

হাওর রক্ষা বাঁধে দুর্নীতি: তিন প্রকৌশলী বরখাস্ত

হাওর রক্ষা বাঁধে দুর্নীতি: তিন প্রকৌশলী বরখাস্ত

ঢাকা : হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির আশ্রয় নেয়ায় পানি উন্নয়ন বোর্ড- পাইবোর সিলেটের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
মঙ্গলবার পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নির্দেশে এ তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।  মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্নীতির বিষয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে আজকের (মঙ্গলবার) মধ্যেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হবে।

এর আগে দেশের বিভিন্ন দৈনিকে  'তিন প্রকৌশলীর দুর্নীতি' শিরোনামে হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, 'সুনামগঞ্জে হাওরের বাঁধ নির্মাণ ও সংস্কারে বড় ধরনের অনিয়ম-দুর্নীতি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত তিনজন প্রকৌশলীর সীমাহীন অনিয়ম-দুর্নীতির কারণে ১১৬টি প্যাকেজের কাজে ঠিকাদাররা কোথাও সর্বোচ্চ ২০ ভাগের বেশি কাজ করেননি।

এদিকে গত রোববার অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সুধী সুমাবেশে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে যদি কর্তৃপক্ষ বা ঠিকাদারের গাফিলতি প্রমাণ হয়, তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঁধ নির্মাণে কারো গাফিলতি থাকলে, ছাড় দেয়া হবে না। হাওরের বাঁধ নির্মাণে কারও গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে। এছাড়া যেকোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষম বর্তমান সরকার হাওরের ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরতে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে