শুক্রবার, ০৫ মে, ২০১৭, ১২:৪০:১৬

মাদ্রাসায় পরীক্ষার্থী বেড়েছে কিন্তু পাসের হার কমেছে

মাদ্রাসায় পরীক্ষার্থী বেড়েছে কিন্তু পাসের হার কমেছে

ঢাকা : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলাফলে গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বোর্ডের অধীনে চলতি বছর দাখিল পরীক্ষায় ২ লাখ ৫৩ হাজার ৩৪৪জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৯৩ হাজার ৫১জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৬১০জন। পাসের হার শতকরা ৭৬ দশমিক ২০ শতাংশ। বৃহস্পতিবার এ ফল প্রকাশ করা হয়।
 
২০১৬ সালে প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলের সঙ্গে এবারের ফল তুলনামূলক বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থী বেড়েছে ৭ হাজার ৮জন। তবে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪৬ হাজার ৩৩৬জন। এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৩৪৪জন। এবার পাশ করেছে ১ লাখ ৯৩ হাজার ৫১জন, যা গত বছর ছিল ২ লাখ ১৭ হাজার ৩১৪জন।
 
গত বছরের তুলনায় এবার ২৪ হাজার ২৬৩জন কম পাস করেছে। শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা কমে আসার প্রভাব পড়েছে সামষ্টিক ফলাফলে। এ বছর পাসের হার ৭৬.২০ শতাংশ, যা গত বছর ছিল ৮৮.২২ শতাংশ।

গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে ১২.০২ শতাংশ। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬১০জন। গত বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৮৯৫জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৩ হাজার ২৮৫জন কম।
 
মাদ্রাসা বোর্ড প্রকাশিত ফল অনুযায়ী, সাধারণ (মানবিক), বিজ্ঞান, মুজাব্বিদ ও হিফজুল কোরআন- এ চারটি শাখায় ছাত্রীদের তুলনায় ছাত্ররা ভালো ফল অর্জন করেছে। এবারের পরীক্ষায় অংশ নেয়া ১ লাখ ২৯ হাজার ৪১৫জন ছাত্রের মধ্যে পাস করেছে ৯৯ হাজার ৮৮জন, যা শতকরা ৭৭.১৮ শতাংশ। অপরদিকে পরীক্ষায় অংশ নেয়া ১ লাখ ২৩ হাজার ৯২৯জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৯৩ হাজার ১৬৩জন, যা শতকরা ৭৫ দশমিক ১৭ শতাংশ।
 
ফলাফলে দেখা গেছে, সাধারণ (মানবিক) বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ২ লাখ ১৪ হাজার ৭০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৫৯ হাজার ৬৪৪ জন। সেই হিসাবে সাধারণ বিভাগে পাসের হার ৭৪.৩৫ শতাংশ।  বিজ্ঞান বিভাগে অংশগ্রহণকারী ৩৮ হাজার ৪৮৪ জনের মধ্যে পাশ করেছে ৩৩ হাজার ৩০৯ জন, যা শতকরা ৮৬.৫৫ ভাগ।
 
মুজাব্বিদ বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা শতকরা ৬৫.৩৩ ভাগ। এছাড়া হিফজুল কোরআন বিভাগ থেকে ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উভয়ে ফেল করেছে।
 
পরীক্ষার ফলে আরও দেখা গেছে, জিপিএ-৫ পাওয়া ২ হাজার ৬১০ জনের মধ্যে ১ হাজার ৮০৬ জন ছাত্র এবং ৮০৪ জন ছাত্রী। জিপিএ-৪ থেকে ৫ পর্যন্ত পেয়েছে ৫৭ হাজার ৩৮৪ জন, যা শতকরা ২২.৬৫ ভাগ। এদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৯১৩ জন ও ছাত্রী ২৮ হাজার ৪৭১ জন। জিপিএ-৩.৫ থেকে ৪ পর্যন্ত পেয়েছে ৬৭ হাজার ২৩৭ জন। যা শতকরা ২৬.৫৪ ভাগ। এদের মধ্যে ছাত্র ৩৪ হাজার ২০৪ জন এবং ছাত্রী ৩৩ হাজার ৩৩ জন।

এছাড়া জিপিএ-৩ থেকে ৩.৫ পর্যন্ত পেয়েছে ৪৫ হাজার ৬৯৬জন শিক্ষার্থী, যা শতকরা ১৮.০৪ ভাগ। এর মধ্যে ছাত্র ২৪ হাজার ১৯৫জন ও ছাত্রী ২১ হাজার ৫০১জন। জিপিএ-২ থেকে ৩ পেয়েছে ১৯ হাজার ৬৯৬জন, যা শতকরা ৭.৭৭ ভাগ। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৫৪৭জন ও ছাত্রী ৯ হাজার ১৪৯জন। এবং জিপিএ-১ থেকে ২ পেয়েছে ৪২৮জন, যা শতকরা  ০.১৭ শতাংশ। এর মধ্যে ছাত্র ২২৩ ও ছাত্রী ২০৫ জন। যুগান্তর

৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে