ঢাকা : বিএনপি মহাসচিব বানিয়ে বানিয়ে তোতা পাখির মতো মিথ্যাচার করছেন। তারা গণতন্ত্র ও দুর্নীতির কথা বলেন। অথচ দুর্নীতির দায়ে তাদের রাজপুত্র ৯ বছর ধরে টেমস নদীর ধারে পালিয়ে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ'তে পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপির দুর্নীতির অপবাদ, 'ভুতের মুখে রাম নাম' বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
তিনি আরও বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা। বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বহু সেনা অফিসারের রক্তস্রোতের ওপর দাঁড়িয়ে ‘কারফিউ গণতন্ত্র’ চালু করেছিল। কারফিউ গণতন্ত্র থেকে সর্বশেষ উত্তরণ ঘটেছে ২০১৪ সালের ৫ জানুয়ারি।
ঢাকা জেলা পুলিশের সহযোগিতায় বিআরটিএ ঢাকা জেলা সার্কেল এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় দেড় শতাধিক পেশাজীবী চালক অংশ নেন। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমান।
৫ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস