ঢাকা : বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেনের অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
ছেলে আকবর হোসেন খন্দকার বলেন, মা আগে থেকেই অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার মাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখন লাইফ সাপোর্টে আছেন। দেশবাসীর কাছে তার আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন তিনি।
২০১১ সালের ১৬ মার্চ খন্দকার দেলোয়ার হোসেন মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খন্দকার দেলোয়ার বিএনপির মহাসচিব নিযুক্ত হন। এরপর তত্ত্বাবধায়ক সরকারের পুরো সময় বিএনপির নানা সঙ্কটে খালেদা জিয়ার পক্ষে তিনি জোরালো ভূমিকা পালন করেন।
২১ শে পদকপ্রাপ্ত, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপির দুঃসময়ের কাণ্ডারী ও সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৩৩ সালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোঁকা এলাকায় জন্মগ্রহণ করেন। ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গপুর মাউন্ট এলিজাবেদে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৫ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস