শুক্রবার, ০৫ মে, ২০১৭, ০৮:২২:২৮

দাবি আদায়ে রাজপথে একাই তিনি

দাবি আদায়ে রাজপথে একাই তিনি

ঢাকা : রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিদিনই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান, মানববন্ধন, সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমন প্রোগ্রামের সংখ্যাও ছিল অনেক বেশি।

শুক্রবার সকাল থেকে দুপুর ১২টার মধ্যে নিজেদের দাবি আদায়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে কমপক্ষে সাত থেকে আটটি মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। আর এসব প্রোগ্রামে একএক সংগঠনের পক্ষে প্রায় দেড়-দুইশ লোক উপস্থিত ছিল।

তবে ব্যতিক্রম লক্ষ্য করা যায় পাশেই। যেখানে দাবি আদায়ে এক ব্যক্তি রাজপথে নেমেছেন একাই। একটি প্ল্যাকার্ড নিয়ে একাই দাঁড়িয়েছেন তিনি। প্ল্যাকার্ডে লেখা ‘ইন্টারনেটের দাম কমাও’। তার নাম মোখলেছুর রহমান সাগর। তেজগাঁও কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার্থী তিনি।

সবাই তো অনেকজন মিলে দাবি আদায়ে মানববন্ধন-সমাবেশ করছে, আপনি একা কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ২০১৩ সাল থেকে নিজের বিবেকের তাড়নায় দেশের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে এককভাবেই সামাজিক সচেতনামূলক কাজ করে আসছি।

সেই সময় থেকে এ পর্যন্ত সামাজিক সচেতনতামূলক বিভিন্ন ইস্যুতে ৬০ থেকে ৭০ বার দাবি আদায়ে প্ল্যাকার্ড নিয়ে একাই রাস্তায় দাঁড়িয়েছি। অনেকজনকে সঙ্গে নিয়ে টাকা পয়সা খরচ করে মানববন্ধন করানোর মতো আর্থিক সামর্থ্য আমার নেই, তাই একাই দাঁড়াই সব সময়।

আজকে কোন দাবি নিয়ে রাজপথে নেমেছেন প্রশ্ন করলে তিনি তার সঙ্গে রাখা প্ল্যাকার্ডের দিকে দৃষ্টি আকর্ষণ করান। সেখানে লেখা, ‘জনস্বার্থে ইন্টারনেটের দাম কমাও। ক্রয়মূল্য ২৬ পয়সা, গড় বিক্রি ২১৭ টাকা- এটা সাংঘাতিক জুলুম। ইন্টারনেটের ডাটা ব্যবহারের বেধে দেয়া সময়সীমা বাতিল করো। মুঠোফোন কোম্পানির কাস্টমার কেয়ারে ফ্রি কল সেবা চাই। মোবাইল ব্যাংকিং লেনদেন খরচ কমাও।’

দাবি আদায়ে তার এমন একক মৌন প্রতিবাদের বিষয়ে তিনি বললেন, বর্তমান সরকার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা প্রদান করে দেশের বাজারে প্রযুক্তির প্রসার ঘটানোর যে উদ্যোগ গ্রহণ করেছে তা যুগোপযোগী। আর এজন্য অবশ্যই ইন্টারনেটের দাম কমানো উচিত। সে কারণে জনস্বার্থে নিজেই উদ্যোগী হয়ে আমি একাই রাজপথে নেমেছি।
৫ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে