রবিবার, ০৭ মে, ২০১৭, ০৫:৫২:১৫

ঝিনাইদহের জঙ্গি আস্তানা থেকে তিনজন গ্রেফতার, নিহত ২

ঝিনাইদহের জঙ্গি আস্তানা থেকে তিনজন গ্রেফতার, নিহত ২

ঢাকা : ঝিনাইদহের দুটি জঙ্গি আস্তানায় অভিযানকালে দুইজন জঙ্গি নিহত হয়েছে, জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ডিএমপি’র মিডিয়া সেন্টারে বিকাল তিনটায় এ অভিযান সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

রোববার বিকালের প্রেস ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম বলেন,  গুলিশানের হলি আর্টিজানের হামলায় নিহত জঙ্গি নিবরাস ঝিনাইদহে কিছুদিন ছিল। শামীম তাকে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল ।  

মনিরুল ইসলাম বলেন, গত ০৫ মে, ১৭ তারিখে ঝিনাইদহ থেকে শামীমকে গ্রেফতার করা হয়। শামীমের ভাষ্য থেকে জানা যায় তার বাড়ির নিচে অস্ত্র রয়েছে এবং আরও একটি আস্তানা রয়েছে। সে সূত্র ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শনিবার রাত থেকে সেই জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশের সিটিটিসি ইউনিট। ডিএমপি’র বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে ।

সিটিটিসি প্রধান জানান, শামীমের বাড়ির নিচে উদ্ধারকৃত বস্তায় বিস্ফোরক রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। আস্তানাটি ঘিরে ফেললে একজন জঙ্গি সুইসাইডাল ভেস্টসহ পুলিশের দিকে আক্রমনের উদ্দেশ্যে বেরিয়ে আসতে থাকে। পুলিশ প্রতিরোধ করলে তার শরীরে লাগানো ভেস্ট বিস্ফোরণে সে মারা যায়। অন্য একজন জঙ্গি কক্ষের ভিতরে বিস্ফোরণে মারা যায়।

এ অভিযানে দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে যাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। বাড়িটির মালিক জহির এবং তার ছেলেকে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে