ঢাকা : সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রত্যয়- এ স্লোগানে বেদে সম্প্রদায়ের পর এবার হিজড়া জনগোষ্ঠীকে আলোর পথ দেখালেন পুলিশের এক কর্মকর্তা। হিজড়া সম্প্রদায়ের জন্য তিনি ব্যবস্থা করেছেন বিউটি পার্লার এর ।
গতকাল শনিবার আশুলিয়ায় পল্লীবিদ্যুত্ ডেণ্ডাবর এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তরণ ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান উত্তরণ বিউটি পার্লারের উদ্বোধন করেন। এখন থেকে এ বিউটি পার্লারটি হিজড়া সম্প্রাদায়ের একটি দল পরিচালনা করবে।
এ সময় অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বলেন, সমাজে উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। তাদের নানাভাবে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। বিশেষ করে বেদে ও হিজড়া সম্প্রদায় মানুষ হয়েও তারা মানুষের অধিকার থেকে বঞ্চিত। ফলে সঠিক দিক নির্দেশনা না পাওয়ায় ও বেঁচে থাকার তাগিদে বিভিন্ন অপরামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা।
তিনি আরও বলেন, এ জন্য তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে আলোর পথ দেখাতে বিভিন্ন ধরনের কর্মসংস্থানে সম্পৃক্ত করা জরুরি। এরই ধারাবাহিকতায় উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে বেদেপল্লী ও হিজড়া সম্প্রদায়ের জন্য সেলাই প্রশিক্ষণ, বুটিক, কম্পিউটার ট্রেনিং, ফ্যাশন হাউজ ও বিউটি পার্লারসহ নানা ধরনের কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে ।
পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালনের সময় সাভারের বেদে সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা পাল্টে দিয়েছিলেন। সম্প্রতি সেখানে বেদে সম্প্রদায়ের নারীদের কর্মসংস্থানের জন্য গড়ে তুলছেন উত্তরণ ফ্যাশন নামে একটি পোশাক কারখানা। এ ছাড়াও সেখানে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠান স্থাপন করেছেন।
এ ব্যাপারে হিজড়া জনগোষ্ঠীর সদস্য সামিউল আলম শাম্মী বলেন, ডিআইজি স্যার তার ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এ পার্লার করে দিয়েছেন। শুধু হিজড়ারাই এখানে কর্মরত থাকবে। নারীদেরই এ পার্লারটিতে সাজানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম , আশুলিয়া থানার ওসি মো. মহসিনুল কাদির ও ধামসোনা ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ হিজড়া জনগোষ্ঠীর আব্দুল্লাহ ও শাম্মী প্রমুখ ।
৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস