সোমবার, ০৮ মে, ২০১৭, ১০:২০:৫২

মুসার গাড়ি চালকরা স্যুটেড-বুটেড, ঘুমান এসি রুমে

মুসার গাড়ি চালকরা স্যুটেড-বুটেড, ঘুমান এসি রুমে

নিউজ ডেস্ক: রোববার, বিকেল পৌনে ৫টা। রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনের গড়ি বারান্দায় পার্ক করা একটি গাড়ি থেকে নামলেন মধ্যবয়সী এক ভদ্রলোক। পোশাকে কেতাদুরস্ত, পরনে দামি কমপ্লিট স্যুট। সাদা চেক শার্টের ওপর লাল রংয়ের টাই। চোখে সানগ্লাস।
 
গাড়ি বারান্দায় পূর্ব থেকে পশ্চিমে বার বার উদ্বিগ্ন হয়ে পাঁয়চারি করছিলেন তিনি। কৌতুহলবশত এগিয়ে গিয়ে নাম-পরিচয় জানতে চাইলে প্রথমে কিছুটা ইতস্তত বোধ করেন। কিছুক্ষণ পীড়াপীড়ির পর জানালেন তিনি আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের গাড়ি চালকদের একজন। অনেক বছর ধরে এ চাকরি করছেন।

তিনি জানালেন, ‘শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা শুল্ক ফাঁকি ও অর্থপাচারের ব্যাপারে দেশের অন্যতম ধনকুবের মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। তার শরীরটা তেমন ভাল না। তাই জিজ্ঞাসাবাদে আবার অসুস্থ হয়ে পড়েন কিনা তা নিয়ে উদ্বিগ্ন। তাই পাঁয়চারি করছেন।

মুসা বিন শমসেরের মতো ধনকুবেরের অধীনে কত বেতনে চাকরি করছেন, এমন প্রশ্ন করতেই  তার চেহারাজুড়ে তৃপ্তির হাসি। কোন ভণিতা না করেই জানালেন বেতন ২৮ হাজার টাকা। যোগ করলেন, ‘তবে অন্যান্য যে সুযোগ-সুবিধা স্যার দেন তা বাংলাদেশের অন্য কেউ দেন কিনা সন্দেহ।’

তিনি নিজের পরিহিত স্যুট-বুট, টাই, শার্ট ও জুতা দেখিয়ে বলেন, ‘ ‘বেতনের বাইরে এগুলো সব স্যারের পক্ষ থেকে দেয়া হয়। তিনি যে দুটি অ্যাপার্টমেন্টে থাকেন তার একটিতে দেহরক্ষী, ড্রাইভার ও বাবুর্চিসহ ৬০/৬৫ জনকে রাখেন। প্রত্যেকটি রুমে এসি রয়েছে। পোশাক-আশাক সব লন্ড্রি থেকে ধোলাই করে দেয়া হয়।’

তিনি বলেন, ‘স্যারের মনটা বিশাল। তার সঙ্গে না মিশলে কেউ বুঝতে পারবে না। স্যার যেমন অলওয়েজ স্যুটেড-বুটেড থাকেন,  তার কর্মচারীদেরও তেমন রাখেন।’

কথা প্রসঙ্গে তিনি জানালেন, মুসা বিন শমসেরের দুই ছেলে ও এক মেয়ে। ছেলে ববি হাজ্জাজ বিন মুসা ও জুবির হাজ্জাজ বিন মুসা। মেয়ে ন্যান্সি হাজ্জাজ বিন মুসা। বড় ছেলে রাজনীতিতে জড়িত আর ছোট ছেলে পেশায় ব্যারিস্টার। মেয়ে আওয়ামী লীগের অন্যতম নেতা শেখ সেলিমের ছেলের স্ত্রী। বর্তমানে মুসা বিন শমসের গুলশানের একটি ভাড়া বাড়িতে দুটি ফ্ল্যাট নিয়ে বসবাস করছেন।

একটি ফ্ল্যাটে স্ত্রী, ছোট ছেলে ও ছেলের স্ত্রী তার সঙ্গে থাকছেন। অপরটিতে দেহরক্ষী, ড্রাইভার ও বাবুর্চিসহ  ৬০/৬৫ জন কর্মচারী থাকেন বলে তিনি জানান।

বিকেল ৫টা ১০ মিনিটে ভেতর থেকে মুসা বিন শমসের আসছেন শোনামাত্রই দৌড়ে গিয়ে অন্যান্যদের সঙ্গে নিরাপত্তা প্রহরী হয়ে দাঁড়ান এ গাড়ি চালক।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে